ফ্ল্যাট মালিকানা নিয়ে সংঘর্ষ: কদমতলীতে ব্যবসায়ী আহত, মামলা দায়ের

স্টাফ রিপোর্টার  :

রাজধানীর কদমতলী থানাধীন পলাশপুর এলাকায় ফ্ল্যাট বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ কামাল আহমেদ (৫৬) কদমতলী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে আসামি ফয়সাল (৪৩), আসিফ (২৫), আশরাফ উদ্দিন (৫১), আতাহার উদ্দিন ও আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি লোহার রড, জিআই পাইপ ও লাঠি নিয়ে এফ.এন টাওয়ারের ৫ম তলার ডি-৫ নং ফ্ল্যাটে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে। এতে কামাল আহমেদ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন এবং ডান পায়ের হাঁটুর হাড় ভেঙে যায়।

ভুক্তভোগীর অভিযোগ, মারধরের একপর্যায়ে টাইলস শ্রমিকদের বিল দেওয়ার অজুহাতে তাকে টেনে-হিঁচড়ে নিচ তলায় গার্ডরুমে আটক করে রাখে। এ সময় আসামিরা তাকে খুনের হুমকি দেয়। পরে আশপাশের লোকজন তার ডাক-চিৎকার শুনে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা রেজিস্ট্রেশন নং ৮০৩/৩২৭০৩ অনুযায়ী তিনি সেদিনই চিকিৎসা নেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় তার কাছে থাকা ১৫ হাজার টাকা আসামিরা চুরি করে নিয়ে যায়।

কদমতলী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “এজাহার হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, ফ্ল্যাট মালিকানা নিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই এ হামলা সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *