বগুড়ায় বাড়িতে ঢুকে বউ-শাশুড়িকে জবাই করে হত্যা

আব্দুর রহিম জয়, বগুড়া:


বগুড়া শহরতলীর ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাইলি খাতুন (৫৫) ও তাঁর ছেলের স্ত্রী হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদার কোপে আহত হয়েছে লাইলির ১২ বছর বয়সী মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধের সূত্র ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তাঁর ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রামদা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—প্রতিবেশীরা তা বলতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *