নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বনানী এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রবিন ও মোশারফ গঙ্গা দীর্ঘদিন ধরে বনানীর রাজিয়া ভবনের নিচতলায় এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর বাড়ি নং-৮২, রোড নং-১৭, ব্লক-ই, জাতীয় পার্টির কার্যালয়ের বিপরীতে অবস্থিত রাজিয়া ভবনের নিচতলা বহুদিন ধরেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে রাতের পর রাত বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, এই অসামাজিক কার্যকলাপের কারণে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে, পরিবারের নারী-পুরুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনকি শিশু-কিশোররাও খারাপ পরিবেশের প্রভাবের মুখে পড়ছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের দোসর রবিন ও মোশারফ গঙ্গা তাদের রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রশাসনের চোখ এড়িয়ে এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাদের আশ্রয়ে মাদক ব্যবসা, দেহ ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকায় পুরো এলাকাটি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয়রা বলেন, “আমরা প্রতিদিন ভোগান্তিতে আছি। রাতের বেলা শব্দদূষণ, ঝগড়া-বিবাদ, অপরিচিত লোকজনের আনাগোনা—এসব কারণে আমাদের পরিবার নিয়ে নিরাপদে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।”
এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে এই অসামাজিক কার্যকলাপ বন্ধ না করলে বনানীর সামাজিক পরিবেশ আরও নষ্ট হয়ে যাবে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।