বরিশালে মিনি ঠিকাদার সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

বরিশাল ব্যুরো:


পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রকল্পে কাজের জন্য বিদ্যমান রেট সিডিউল বাতিল করে ৮০ শতাংশ রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় বরিশাল নগরীর রুপাতলী এলাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বরিশাল বিভাগের ছয় জেলার মিনি ঠিকাদার কল্যাণ সমিতির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সমিতির সভাপতি জুয়েল হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, “বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে পুরাতন রেট সিডিউলে প্রকল্প বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য রেট বৃদ্ধির দাবি জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”

তারা আরও বলেন, “৮০% রেট না বাড়ানো হলে আমাদের সংগঠনের সদস্যরা আর কোনো নতুন প্রকল্পে কাজ করবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”

এ সময় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।

বক্তারা অবিলম্বে রেট পুনর্বিবেচনার মাধ্যমে নতুন সিডিউল প্রকাশের জন্য বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *