বরুড়ায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মোঃআনজার শাহ;

কুমিল্লার বরুড়ায় হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নেতৃত্বে বিজয় র‍্যালি বের হয়ে বরুড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

আলোচনায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আহমেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বরুড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, আজ ৭ ডিসেম্বর কুমিল্লার বরুড়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এ দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বরুড়ায় লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *