কামরুল ইসলাম:
চট্টগ্রামের বাঁশখালীতে সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৮টার দিকে বাঁশখালী থানাধীন সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার ২নং ওয়ার্ডে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির আলমিরা ভেঙে ৮ আনা ওজনের একটি স্বর্ণের হাত চেইন চুরি হয়।
এ ঘটনায় চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার মহোদয়ের নির্দেশে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) উক্যসিং মারমা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবারও অভিযান চালানো হয়। তাদের সহযোগিতায় চুরি হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, “বাঁশখালীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় জনগণ এ ধরনের দ্রুত অভিযান ও চুরি হওয়া মালামাল উদ্ধার করায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।