স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মে ২০২৫) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাঁশখালী থানার এসআই (নিঃ) মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
অভিযানটি পরিচালিত হয় বাঁশখালী থানাধীন গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পুরাতন ব্রিজের পশ্চিম পাশে বাদশার পরিত্যক্ত দোকানে। সেখান থেকে মো. সায়েম (২৩), পিতা–আবুল কাসেম, মাতা–সেতারা বেগম, সাং–গন্ডামারা, ২নং ওয়ার্ড, থানা–বাঁশখালী, জেলা–চট্টগ্রামকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং–২৮, তারিখ–২০/০৫/২০২৫) দায়ের করা হয়েছে।