বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের শাশুড়ি মারা গেছেন

মোঃ কামাল হোসেন :
একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, মরহুম সৈয়দ গোলাম কিবরিয়া সাহেবের সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি’র শাশুড়ী ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আসিবুর রহমান খানের নানি জনাবা নূরজাহান বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ ৩ জুন সোমবার সকাল সাড়ে ৯টার সময় ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগতেছিলেন নুরজাহান বেগম। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার প্রথম জানাজার নামাজ দুপুর ১টায় ঢাকার আনন্দনগরে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ গ্রামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বরিশাল জেলার গৌরনদী উপজেলার নটাইগ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *