বাংলাদেশ জামায়াতের ইসলামের গণসমাবেশ অনুষ্ঠিত

সারোয়ার হোসাইন : 

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর শান্তিপুর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে নির্মম ভাবে নিহতদের খুনিদের শাস্তির দাবি ও শহিদদের স্বরণে নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  বিকেলে নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের গড়কান্দা  ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।  এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী পৌর জামায়াতের আমীর দ্বীন মোহাম্মদ মাস্টার।

পৌর জামায়াতের সেক্রেটারি মো. হেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ আব্দুল মোমেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

দুপুরের পর থেকেই নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশের উদ্দেশ্যে মিছিল আকারে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করে। ধীরে ধীরে এই গণজমায়েত বিশাল জনসভায় রুপান্তরিত হয়। সভায় বক্তারা দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ কর্তৃক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতনের বর্ণনা করেন ও ২০০৬সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে জামায়াতের নেতাকর্মীদের নৃশংস হত্যা ও ২০১৩ সালে শাপলা চত্ত্বরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তার সুষ্ঠু বিচার দাবী করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন,  নালিতাবাড়ী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *