বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা

মেহেদী হাসান :

গাজীপুর–৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডঃ জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর সঙ্গে দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের পাশাপাশি ১০ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সোমবার দুপুর ২টায় নির্ধারিত সময়ের মধ্যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

আজকের প্রিন্ট সংস্করণে অনিচ্ছাকৃত একটি ত্রুটির কারণে ভুলবশত এই ছবি প্রকাশিত হয়েছে। প্রকৃত ও সঠিক ছবিটি মেইন ছবিতে সংযুক্ত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পাঠক ও সংশ্লিষ্ট সবার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

মনোনয়নপত্র জমা শেষে ডঃ জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
“ইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। গাজীপুর–৩ এলাকার জনগণের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।”

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর–৩ আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনসম্পৃক্ততা বাড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন পেলে ডঃ জাহাঙ্গীর আলম গাজীপুর–৩ আসনে একটি ইতিবাচক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *