আবদুল আজিজ:
চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে সিআরবি কনজিউমার রাইটস (ভোক্তা অধিকার) বাংলাদেশ-এর মাসিক আলোচনা সভা ও বাজার মনিটরিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া উপজেলার উপশহর কেরানীহাটে অবস্থিত আশ-শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেড-এর চতুর্থ তলার হলরুমে মাগরিবের পর আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠান শুরু হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি ও সিআরবি ভোক্তা অধিকার সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিজ।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা সিআরবি কনজিউমার রাইটস-এর সভাপতি জি. এম. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
-
গারাঙ্গিয়া রাব্বানিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আলম ফারুকী
-
সাতকানিয়া উপজেলা সিআরবি সভাপতি আব্দুল্লাহ আল মামুন
-
সিআরবি দক্ষিণ জেলা সহ-সভাপতি ও সাংবাদিক মোরশেদুল আলম চৌধুরী
-
লোহাগাড়া উপজেলা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন
-
দক্ষিণ জেলা অর্থ সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম
-
সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মাহমুদুল হক এবং আরও অনেকে
বক্তারা বাজার মনিটরিং কার্যক্রমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দোকানে মূল্য তালিকা না থাকা, ২ নম্বর হলুদ-মরিচ গুঁড়া, ফরমালিনযুক্ত খাবার, রেস্টুরেন্টে অতিরিক্ত মূল্য, ঝুঁকিপূর্ণ পার্কিং, ও দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, “সিআরবি কনজিউমার রাইটস একটি পবিত্র দায়িত্ব ও ইবাদতস্বরূপ কাজ। এ কাজে যুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নইলে অসাধু ব্যবসায়ীরা গরিব-দুঃখী মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে দুর্ভোগ সৃষ্টি করবে, যা দেশের জন্যও হুমকি।”
অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা নুরুল আলম ফারুকীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।