বান্দরবানে নির্বাচন দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন

কামরুল ইসলাম: 

বান্দরবান পার্বত্য জেলায় নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক চলমান প্রশিক্ষণ কর্মশালা (চতুর্থ পর্যায়) পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার বান্দরবানে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে পুলিশ সুপার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, নির্বাচন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ের সদস্যরা আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *