স্বাধীন বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সবসময়ই রুপালি পর্দায় গ্ল্যামার, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। তবে এবার তিনি ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছেন একেবারে ভিন্নভাবে— সামাজিক মাধ্যমে বাবা-মায়ের ৩৭ বছরের দাম্পত্য ভালোবাসা তুলে ধরে এক আবেগঘন বার্তায়।
সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেন ফারিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসঙ্গে পথচলা, যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।”
শুধু এখানেই থেমে থাকেননি এই জনপ্রিয় অভিনেত্রী। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের শিক্ষা নিয়েও তিনি লিখেছেন, “তোমরাই শিখিয়েছ ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অল্প সময়েই ছবিটিতে হাজারো লাইক-কমেন্ট জমা পড়ে। অনুরাগীরা ভালোবাসা আর শুভকামনায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন— “তোমার বাবা-মায়ের এই সম্পর্ক যেন চির অটুট থাকে।” আবার কেউ লিখেছেন— “আজকের এই সময়ে এমন বন্ধন সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
জনপ্রিয় এই অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া তার কর্মজীবন শুরু করেন রেডিও জকি হিসেবে। পরবর্তীতে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে তিনি বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করেন। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘আশিকী’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরা। মুক্তির পর সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং ফারিয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে ওঠে।
এরপর তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘বিবাহ অভিযান’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেন। গ্ল্যামারাস লুক ও অভিনয় দক্ষতার কারণে খুব অল্প সময়েই ফারিয়া ঢালিউডের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন।
সিনেমায় এখন আগের মতো নিয়মিত না থাকলেও তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত।
ফারিয়া বরাবরই প্রকাশ্যে নিজের পারিবারিক সম্পর্ক ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধার কথা তুলে ধরেছেন। তার ভাষায়, “আমার আজকের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। ওরাই আমাকে বড় করেছে, শিখিয়েছে শক্ত হতে, ভালোবাসতে, বিশ্বাস রাখতে।”
এই পোস্টের মাধ্যমে শুধু একজন তারকা নয়, একজন কন্যা হিসেবে নিজের আবেগ প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। তাই এটি শুধু বিনোদন সংবাদ নয়, অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।