ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
অদ্য ৭-১২-২৫ রোজ রবিবার নারায়নগন্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে বার্ষিক গলারন্যান্স ইম
প্রুভমেন্ট প্লান {AGIAP} বাস্তবায়ন বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
Progress Sharing Workshop on AGAIP Implementation
কর্মশালার শুভ উদ্বোধন করেন জনাব মোঃ নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
আরো উপস্থিত ছিলেন মোঃ আজগর হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিটি কর্পোরেশন,সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর পদে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
কর্মশালায় আলোচনা বিষয়সমূহ:
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মপন্থা বর্ণনা;
বার্ষিক পরিচালন ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনা (AGIAP) ২০২৪-২০২৫ বাস্তবায়ন অগ্রগতি;
২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত বার্ষিক পরিচালন ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনা (AGIAP) পর্যালোচনা;
২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক পরিচালন ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনার (AGIAP) ১ম কোয়ার্টারের অগ্রগতি পর্যালোচনা;
২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক পরিচালন ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনার (AGIAP) ২য় কোয়ার্টারের লক্ষ্যমাত্রা পর্যালোচনা। অনুষ্ঠানটি
আয়োজনে: আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)