নাঈম উদ্দিন সানি :
নারায়ণগঞ্জ—ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা—পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, কোবগা (তাজমহল) রুটের সিএজি চালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ—ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করা দাবিতে লিফলেট বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার ২৯ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট প্রচারণা শুরু হয়।
প্রচারণার শুরুতে সংগঠনের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রর্তী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন