আমির হোসেন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়গুলো অবহিতকরণের লক্ষ্যে নলছিটিতে উঠান বৈঠক করেছে বিএনপি।
সোমবার (১৩ অক্টোবর) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় কয়ারচরে অনুষ্ঠিত হয় এই উঠান বৈঠক। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্টু মল্লিক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিমন আকন।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি বিশ্বাস, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আ. রাজ্জাক রনি, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম শরিফ, সরদার মো. মহিউদ্দিন মঈনসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক-শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও আর্থিক নিরাপত্তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনসহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় এসব বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব দফা বাস্তবায়ন করা হবে।
সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে এবং ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।