বিএনপি জনগণের রাজনীতি করে, বিদেশি নির্দেশে নয় — ডঃ মারুফ হোসেন

শেখ ফিরোজ আহমেদ :

কুমিল্লা উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডঃ খন্দকার মারুফ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে বক্তব্যে ডঃ খন্দকার মারুফ হোসেন বলেন, বিএনপি দেশ ও দেশের জনগণের রাজনীতি করে। ফ্যাসিবাদী সরকার ভারতের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করেছে। জামাতে ইসলামিকে উদ্দেশ্য করে বলেন, ডাকসুর নির্বাচনে ছাত্র সংগঠন নির্বাচিত হলে পাকিস্তানের একটি রাজনৈতিক দল তাদেরকে অভিনন্দন জানায়। এটা কোনো সংসদ নির্বাচন ছিল না, তারপরও পাকিস্তানের রাজনৈতিক দলের বার্তা—মনে হচ্ছে তারা পাকিস্তানের নির্দেশে দেশ পরিচালনা করতে চায়।

১৯৭১ সালে দেশের জনগণ রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে — অন্য দেশের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য নয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলকে নির্দেশনা প্রদান করে বলেন, আপনারা মুক্তিযোদ্ধা প্রজন্মদল স্বাধীনতার স্বপক্ষে সকলকে মিলে মিশে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্র সংস্কার নীতিমালা দেশের অগ্রগতি ও উন্নয়নের নীতিমালা। ফরম ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে।

ডঃ খন্দকার মারুফ হোসেন বলেন, একটি অদৃশ্য শক্তি দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রের পাশাপাশি দেশের ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানের ইমান নষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে।

ধর্মপ্রাণ ইসলামপ্রিয় মানুষ যারা আল্লাহকে ভালোবাসে, নামাজ কালাম পড়ে, তাদের নিকট গিয়ে একটি রাজনৈতিক দলের মহিলা সদস্যরা দলীয় ফরম পূরণ করতে বলে। দলীয় ফরম পূরণ করা হলে বলেন, এটা আপনার বেহেশতের টিকিট। নতুন সদস্যরা জানতে চায় যে এটা কি ধরনের কথা, বুঝতে পারলাম না। উত্তরে তারা বলেন, নির্ধারিত মার্কায় ভোট দিলে, নির্ধারিত দলে ভোট দিলে তারা ইসলাম কায়েম করবে, তখন বেহেশতে যেতে পারবে।

জনাব ডঃ খন্দকার মারুফ হোসেন বলেন, বেহেশত কাকে দেবেন, কাকে দেবেন না সেটা আল্লাহ তায়ালার ইচ্ছা। মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইমান নষ্ট করছে। তিনি ওলামাদল ও মহিলাদের নেতৃবৃন্দের প্রতি জনসচেতনতা সৃষ্টি করে মানুষ যাতে ইমান-আমল নিয়ে জীবনযাপন করতে পারে — সেই আহ্বান জানান।

তিনি বলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন নীল নদের পানি যেমন নীল হয় না, তেমনি জামাতে ইসলামী ইসলামি দল না।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি আমান উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক তারিকুল ইসলামসহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের নেতৃবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *