কামরুল ইসলাম:
অসংখ্য অসংখ্য মিথ্যা মামলা শিকার বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা , বিশিষ্ট লেখক , গবেষক, দেশবরেণ্য উপস্থাপক , ভাসানী স্মৃতি সংসদের সাবেক সভাপতি , বাংলাদেশ চীন- মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, ৬০- ৭০ দশকের ছাত্রনেতা, ন্যাফ ভাসানী অন্যতম প্রতিষ্ঠাতা , পূর্ব বাংলা ছাএ ইউনিলিভার অন্যতম সাবেক ছাত্রনেতা- সংগঠক , বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম , মাওলানা ভাসানী ও মশিয়ূর রহমান যাদু মিয়ার অন্যতম সহচর মজলুম জননেতা জনাব নজবুল হক নান্নুকে মিথ্যা বানোয়াট মামলা থেকে অব্যাহতি প্রাপ্ত হয়ে ঢাকা জজ কোর্ট থেকে বের হচ্ছেন ।
সাথে বাংলাদেশের কালজয়ী যুব সম্রাট সাবেক ছাত্রদল ও যুবদলের সফল সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপ্লবী প্রচার সম্পাদক টাঙ্গাইলের সাহসী বীর সন্তান জনপ্রিয় জননেতা বাংলার সম্রাট সুলতান সালাউদ্দিন টুকু এবং বিশেষ শ্রমিক নেতা, শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত ও বিএনপি’র বিশেষ সম্পাদক জনাব শিমুল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল , ভাসানী স্মৃতি সংসদ ও মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক , সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রমনা থানা এলাকার বিএনপি মনোনীত জনতার কাউন্সিলর , ভাসানী স্মৃতি সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহামেডানের স্পোটিং ফ্যান ক্লাবের সভাপতি নাদিম চৌধুরী।