“বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উদযাপন”

স্টাফ রিপোর্টার:

 

রপুরে একটি কমিউনিটি সেন্টারে বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উদযাপন আয়োজন অনুষ্ঠিত হয়। এই উদযাপন অনুষ্ঠানে প্রায় শতাধিক সুবিধা-বঞ্চিত ও পথশিশু উপস্থিত ছিলো। পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কেক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য এবং নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: মোস্তাকিম বিল্লাহ বিজয়, প্রতিষ্ঠাতা সদস্য ও সি:সহ-সভাপতি: মো: সাব্বির আলম, সহ সভাপতি: জিসান উদ্দীন আবির, সহ-সভাপতি: ইসতিয়াক আহমেদ,সাধারণ সম্পাদক: হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: হা:আব্দুল্লাহ আল মামুন,কেন্দীয় সদস্য আবরার আশরাফ,কামরুজ্জামান খান,হাবিবুর রহমান,সাদিয়া সুলতানা রিয়া, মুশফিকুর রহমান সহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলো। অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব লায়ন মো: হেলাল উদ্দিন হিলু, লায়ন্স ক্লাব অফ ঢাকা পিস গার্ডেন এর কর্নধার লায়ন দেলোয়ারা আক্তার রিনা,লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সি এর ক্লাব ডাইরেক্টর লায়ন শাহানা মুজিব,লায়ন কাজল, সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব সাউকি বিপ্লব, কমফোর্ট হাউসিং লিমিটেড এর ডিরেক্টর মো: বুলবুল আহমেদ এবং উত্তরা থেকে আগত মোছা: জোসনা বেগম সহ অন্যান্ন শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

উদযাপন কমিটির চেয়ারম্যান হাফেজ: মাওলানা মো:আবদুল্লাহ আল মামুন তার বক্তৃতায় দেশ ও জাতী গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন এই সুবিধা বঞ্চিত ও পথশিশুরাই একদিন সমাজের হাল ধরবেন এবং সুন্দর সমাজ গঠনে অগ্রনী ভুমিকা রাখবে পরিশেষে উপস্থিত সকলকে বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর পাশে থাকার আহবান জানান।
বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর সভাপতি মো: মোস্তাকিম বিল্লাহ বিজয় তার বক্তৃতায় সংগঠন এর অর্জন গুলি তুলে ধরেন এবং সমাজের বিত্তবানদের আহবান জানান যার যার অবস্থান থেকে গরীব,অসহায়দের পাশে দারানোর এবং বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এই পথচলাকে আরো সুন্দর ও সচল রাখতে আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *