বিদ্যুৎচাহিদা বেড়ে যাওয়া মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে: ফাওজুল কবির

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

গ্রীষ্মের তাপদাহে বিদ্যুৎচাহিদা বেড়ে যাওয়ায় তা মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, প্রয়োজন হলে তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলো চালু করা হবে।

রোববার (১৫ জুন) ঈদের দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গ্রামে অতিরিক্ত লোডশেডিং নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, “এখন গ্রামেও ঘরে ঘরে এসি ও ফ্রিজ চলে। ফলে বিদ্যুৎচাহিদা বাড়ছে, প্যাটার্ন বদলে গেছে। এর প্রভাবে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে। তবে এটা বলা ঠিক না যে গ্রামে বিদ্যুৎ মেলেনি।”

তিনি জানান, ঈদের ছুটিতে বিদ্যুৎচাহিদা ছিল ১২-১৩ হাজার মেগাওয়াটের মধ্যে। পরিস্থিতি বিবেচনায় সরকার প্রস্তুত রয়েছে, প্রয়োজনে তেলের বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে।

এ সময় ঈদযাত্রা নিয়েও কথা বলেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা। তিনি বলেন, “ঈদের আগে মাত্র দুদিন ছুটি থাকায় যাত্রাপথে কিছুটা চাপ তৈরি হয়েছিল। রমজানের মতো পুরোপুরি স্বস্তিদায়ক না হলেও এবার ঈদযাত্রা খুব খারাপ হয়নি।”

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “এ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। কিছু বিকল গাড়ির কারণে রাস্তা কিছুটা সমস্যায় পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *