বিরতির পর ছোটপর্দায় ফিরলেন কাজী নওশাবা আহমেদ

স্বাধীন বিনোদন ডেস্ক:

বেশ বিরতির পর ছোটপর্দায় অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় সম্প্রতি তিনি অভিনয় করেছেন নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’-এ। নাটকটিতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদআইশা খান। কত বছর বিরতির পর তিনি অভিনয়ে ফিরেছেন—সেটির হিসাব নিজেরও মনে নেই নওশাবার। তিনি কেবল বলেছেন, “অনেক দিন পর।”

নওশাবা জানান, চয়নিকা চৌধুরীর আন্তরিক আমন্ত্রণ এবং গল্পের প্রতি টানই তাঁকে ক্যামেরার সামনে ফিরিয়েছে। তিনি বলেন, “চয়নিকা দিদি খুব আদর করে বললেন, আমি যেন এ কাজটা করি। মঞ্চে তো আছি নিয়মিত, কিন্তু ক্যামেরার সামনে অনেক দিন দাঁড়ানো হয়নি। তাই কাজটা করেছি। এটাকে আমি ফিরে আসা বলি না। আমি চাই শক্তিশালী চরিত্রে কাজ করতে। নচেৎ থিয়েটার, ছবি আঁকা, বই পড়া আর মেয়েকে সময় দেওয়াই যথেষ্ট।”

নাটক থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে খানিক অভিমানী ভঙ্গিতে নওশাবা বলেন, “অনেকেই কাজের কথা বলেন, কিন্তু সেখানে আমার অভিনয়ের জায়গা নেই। তাহলে কাজটা কেন করব? যদি ভালো গল্প আর চরিত্র পাই, তখনই কাজ করব। সেজন্য অল্প কাজ করছি।”

এদিকে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘সাত ভাই চম্পা’। এটি সাত বছর আগে টেলিভিশনে মেগা সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল। পরে ওয়েব প্ল্যাটফর্মে ওয়েব ফিল্ম আকারে এটি উপস্থাপন করা হয়।

নওশাবা জানান, সিনেমার শুটিংয়ের সময় তিনি ঘোড়া ও তলোয়ার চালানোর প্রশিক্ষণও নিয়েছিলেন। তার মতে, প্রচার-প্রচারণা আরও জোরালো হলে ছবিটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারত।

সম্প্রতি তিনি টালিউডেও অভিষেক করেছেন অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলচ্চিত্রের মাধ্যমে। নওশাবার অভিনয় প্রশংসিত হয়েছে, এবং ছবিটি বাংলাদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নওশাবার এই প্রত্যাবর্তন দেখিয়েছে, তিনি শুধুমাত্র অভিনয় করছেন না, বরং শক্তিশালী ও প্রাসঙ্গিক চরিত্রে কাজ করার প্রতি প্রবল আগ্রহ রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *