স্টাফ রিপোর্টার:
আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) “স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক এবং প্রধান আলোচক হিসেবে বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।
এছাড়াও, ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ (আইনজীবী, আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট), জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টু (জাতীয় নিবাহী কমিটির সদস্য বিএনপি), রহিমা শিকদার (জাতীয় নিবাহী কমিটির সদস্য বিএনপি), জনাব ইথুন বাবু (যুগ্ম আহ্বায়ক জাসাস জাতীয় নির্বাহী কমিটি), আইয়ুব ভূঁইয়া (সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব), শহিদুল ইসলাম (সভাপতি ডিইউজে), খুরশীদ আলম (সাধারণ সম্পাদক ডিইউজে) এবং সেলিনা আক্তার বীনা (সভানেত্রী জাতীয়তাবাদী মহিলা দল, মুন্সিগঞ্জ জেলা)-এর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব ও জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন মো: হেলাল উদ্দিন, সাংবাদিক রাজিয়া সুলতানা তৃর্না, সাংবাদিক মন্জুর হোসেন, সাংবাদিক সুমি রহমান সহ আরো সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর সভাপতি আলী আশরাফ আখন্দ সভায় সভাপতিত্ব করেন।
রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনা সভাটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত জাতীয় নির্বাচন এবং স্থিতিশীল দেশ বিনির্মাণের মতো একটি সংবেদনশীল বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীদের মতামত উঠে এসেছে নিশ্চয়ই।