বিসিএলের প্রথম দিনে জয় পেয়েছে ওয়ারী ও বিএফএফ এলিট একাডেমি

ক্রীড়া প্রতিবিদক :

বাংলাদেশ চ‍্যাম্পিয়ন্স ফুটবল লিগে উদ্বোধনী ম‍্যাচে গতকাল রোববার জয় পেয়েছে বসুন্ধরা অনুশিলন মাঠে পিডাব্লিউ ক্লাবে বিপক্ষে ১-০ গোলে বিএফএফ এলিট একাডেমি। খেলার ৫০ মিনিটে জয়সৃচক গোল করেন আশিক।
অন‍্যদিকে গাজীপুর স্টেডিয়ামে ঢাকা ওয়ারী ক্লাব ১-০ গোলে জয় পেয়ে শুভ সূচনা করে উওর বারিধারার বিপক্ষে। খেলার প্রথমার্ধ‍্যের ৪৫+২ মিনিটে বিজয়সূচক গোল করেন সোহাগ।
দিনের আরেক খেলায় ঢাকার জলসিড়িঁ গ্রাউন্ডে লিটিল ফ্রেন্ডস ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব গোলশুন‍্য ড্র করে নিজেদের মধ‍্যে পয়েন্ট ভাগ করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *