স্বাধীন সংবাদ ডেস্ক:
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং শুক্রবার (১৩ জুন) থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১০ জুন) রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে নীলফামারী জেলায় মাঝারি তাপপ্রবাহ এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ দেশের বেশ কয়েকটি বিভাগে মৃদু তাপপ্রবাহ বইছে, যা কিছু জায়গা থেকে কমে যেতে পারে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
শুক্রবার (১৩ জুন) ও শনিবার (১৪ জুন) একই রকম আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে শনিবার সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে এবং সামগ্রিকভাবে তাপমাত্রা হ্রাস পাবে।