তথ্য ও প্রতিবেদক : প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী
ধর্ম যার যার উৎসব সভার, এটাকে সামনে রেখে বোয়ালখালীতে আগামী শারদীয়া দূর্গাপূজার প্রস্তুতি সভা আজ ১৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, পল্রী বিদ্যুৎ সমিতির ডিজিয়েম, ফায়ার সার্ভিসের ও আনসার ভিডিপির কর্মকর্তা,
পূজা উদযাপন পরিষদ এরংবিভিন্ন মঠ মন্দিরর সভাপতি, সাধারণ সম্পাদক,
বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গগন,এবং বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, যানজট নিরসন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো:রহমত উল্লাহ তাঁর বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সমাজের একটি ঐতিহ্যবাহী উৎসব। আমরা সকলে মিলেমিশে অতীতে মত উৎসব পালন করবো।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ উক্ত আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।