বোয়ালখালীতে এক গৃহবধূর মৃত্যুকে নিয়ে চলছে জল্পনা কল্পনা মৃত্যু নাকি হত্যা?

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:

বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চলছে বিভিন্ন জায়গায় জল্পনা কল্পনা,মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা?

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো.আরাফাতের স্ত্রী।

তাদের সংসারে আয়েশা নামের একটি মেয়ে রয়েছে। সীমার ভাসুর মো.জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তবে নিহতের সীমার চাচা খোরশেদ অভিযোগ করে বলেন, “মাত্র পাঁচফুট উঁচু জায়গা থেকে ঝুলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *