বোয়ালখালীতে পুলিশের পরিচয়ে দুই ঘর ডাকাতি

প্রোবাস চক্রবর্তী

বোয়ালখালীতে অভিনব কায়দার অস্ত্রের মুখে পুলিশের পরিচয় দিয়ে ফিল্ম স্টাইলে ডাকাতি অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামের আছদ আলী তালুকদার পাড়ার আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।

আবুল কাসেমের মেয়ের জামাই মো.মুন্না জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ১২-১৩ জনের একটি দল হাইস গাড়িতে করে এসে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেয়। তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি ওজনের স্বর্ণের গয়না ও নগদ ১ লাখ টাকা নিয়ে নেয়।এছাড়া ঘরের অন্যসব জিনিসপত্র তছনছ করে দেয়।

আবু সুফিয়ান শাওন বলেন, ডাকাতদল ২টি স্বর্ণের আংটি, ৫ জোড়া স্বর্ণের দুল ও নির্মাণাধীনে ঘরের কাজের জন্য রাখা নগদ টাকা নিয়ে গেছে।এসময় একইভাবে পার্শ্ববর্তী কামরুল ইসলামে ঘরে হানা দিয়ে ৬ আনা ওজনের স্বর্ণের গয়না নিয়ে গেছে ডাকাতদল।

এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *