প্রভাস চক্রবর্ত্তী:
চট্টগ্রামের বোয়ালখালীতে মোসলিম উদ্দিন আরমান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার পূর্ব গোমদন্ডী ইউনিয়নের রোয়াইপাড়ায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরমান পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি রোয়াইপাড়ার মফিজুল হকের ছেলে।
নিহতের স্ত্রী পিংকি আক্তার জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষে যার যার কক্ষে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর আরমান তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বলে ঘরের মাঝখানের ফাঁকা কক্ষে যান।
রাত ২টার দিকে তিনি কক্ষে না ফেরায় খোঁজ নিতে গিয়ে দেখতে পান, দরজা খোলা এবং ঘরের সিলিংয়ের বাঁশের বিমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন আরমান।
পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।”