বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও চোলাই মদসহ ১জন গ্রেপ্তার

বোয়ালখালীতে বিশেষ অভিযানে ১শত লিটার দেশীয় মদ, ৭ (সাত) টি দেশীয় অস্ত্র, মদ বিক্রির নগদ ক্যাশ ৯৪ হাজার ১শত (চুরানব্বই হাজার একশত) টাকা এবং ০৪ টি মোবাইলফোনসহ ০১ জন মদ ব্যবসায়ী ও সন্ত্রাসী (মোঃ ফারুক) কে গ্রেফতার করা হয়। ১৭ অক্টোবর, শুক্রবার বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকায় স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৯৪৩১ মেজর মোঃ রাসেল প্রধান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত হলেন উপজেলার শাকপুরা ইউনিয়ন ঘোষখীল মৃত মুন্সী মিয়া ছেলে মোঃ ফারুক (২৯)। মেজর রাসেল প্রধান বলেন এই মদ ব্যবসায়ী ও সন্ত্রাসী দীর্ঘদিন ধরে বোয়ালখালী থানার আমুচিয়া ইউনিয়ন এলাকায় মদ বিক্রি করে আসছিল যার ফলে এই এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল। জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *