প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।
তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশের তৎপরতায় চালানো অভিযানে মোট পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম আহসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানান ওসি। পরে থানা চত্বরে ওসি লুৎফুর রহমানের উপস্থিতিতে মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
ওসি আরও বলেন, “আমরা চাই, জনগণ যেন পুলিশকে তাদের সমস্যা সমাধানের জন্য আস্থার জায়গা হিসেবে বিবেচনা করে। সেবার মানসিকতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।”