প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী:
আজ জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদীয়মান কণ্ঠশিল্পী নোবেল আচার্য্যের শুভ পরিণয়ন কানুনগোপাড়া কৃষ্ণমন্দিরে সম্পন্ন হয়েছে।
বিবাহ অর্থাৎ প্রচলিত অর্থে বিয়ে একটি বন্ধন, যা মানুষকে সারাজীবনের জন্য একজন প্রকৃত সঙ্গীকে খুঁজে দেয়। কখনোই এটি যেন কোনো মানুষের জীবনে শৃঙ্খল অর্থাৎ শিকল হয়ে না যায়। বিবাহ একটি প্রথা যার মাধ্যমে একজন মানুষ তার জীবনের প্রিয় মানুষটিকে সারাজীবনের জন্য তার সঙ্গী হিসেবে স্বীকৃতি দিতে পারে। মানুষ সমাজবদ্ধ জীব — একথা ঠিক। সমাজের বেশ কিছু রীতি-নীতি আমরা মেনে চলি। বিবাহ নিয়ে কিছু সামাজিক রীতিনীতি প্রচলিত আছে, তবে সেই আচার-অনুষ্ঠান কখনোই মুখ্য নয়। বিয়ের মূল উদ্দেশ্য দুটি মানুষের মনের মিলন। অনেকসময় সেই মিলনকে কেন্দ্র করে সমাজের সামনে তাদের পরিবার কিছু নিয়ম এবং অনুষ্ঠান পালন করে থাকে। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — বোয়ালখালী প্রেসক্লাবের অর্থসম্পাদক প্রভাস চক্রবর্তী, সংগীতশিল্পী মিলন ধর, অমিত আচার্য্য, হিরন্ময় আচার্য্য, প্রিয়ঞ্জিত চক্রবর্তী, শুক্লা আচার্য্যসহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নোবেলের মা বাসন্তী আচার্য্য বলেন, “আমার অসুস্থতার পর চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আমি সব সৃষ্টিকর্তার দয়ায় একটু ভালো হয়ে ছেলেকে বিবাহ করাতে পেরে ধন্য মনে করছি। আমি সবার কাছে কৃতজ্ঞ।”