বোয়ালখালী সংবাদের যুগপূর্তি অনুষ্ঠানে বক্তারা— একটি স্বাধীন এবং শক্তিশালী গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ

প্রভাস চক্রবর্ত্তী বোয়ালখালী: 

বোয়ালখালী সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান কেক কেটে উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বাদ মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস. এম. মনজুর আলম মাস্টার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. এ. মন্নান, সমাজসেবক ও রাজনীতিবিদ হাজি আবু আকতার, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন।

বোয়ালখালী সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক প্রভাস চক্রবর্তী’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি, প্রেস ক্লাবের সদস্য শাহ আলম বাবলু, এম. মনির চৌধুরী রানা, সমাজকর্মী মো. হায়দার চৌধুরী, উপজেলা তরুণ দলের আহ্বায়ক নুরুল কবির, ইব্রাহিম হোসেন সজীব, আবদুল ছাত্তার, আবদুল ছবুর প্রমুখ।

এছাড়াও পত্রিকাটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালীর ঐতিহ্যবাহী বুড়া মসজিদের মোতাওয়াল্লি ও রাজনীতিবিদ আলহাজ মো. নুরুন্নবী চৌধুরী, বিভিন্ন সংগঠন, শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ।

এ সময় তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে বোয়ালখালী সংবাদ। এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য বোয়ালখালী সংবাদ পরিবারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *