কামরুল ইসলাম
নাইক্ষ্যংছড়িতে ব্যাপক নিরাপত্তায় বিদায় নিতে যাচ্ছে শুভ বিজয়া দশমী বলেন নাইক্ষ্যংছড়ি থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল। তিনি বলেন বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রতিমা বিসর্জন, মন্দিরে বিদায়ের সুর
শারদীয় দুর্গোৎসবের নবমীর দিনে দেবী দুর্গার সামনে প্রার্থনা করছেন বক্তারা। বুধবার নাইক্ষ্যংছড়ি কালীমন্দিরে। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে নাইক্ষ্যংছড়ির পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। ঢাকের বাদ্যের সঙ্গে মন্ত্র পাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। নবমী তিথিতে পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে ।বৃহস্পতিবার বিদায় নেবেন দেবী দুর্গা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বান্দরবান পার্বত্য পূজা উদযাপন পরিষদ।হিন্দু সনাতন শাস্ত্রমতে, এই নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা।