কামরুল ইসলাম:
চট্টগ্রামের নতুন ব্রিজে টোল প্লাজার বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক পচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন চট্টগ্রাম নতুন ব্রিজের টোল প্লাজায় ঘন্টার পর ঘন্ঠা দাঁড়িয়ে থাকতে হয়,অসুস্থ রুগী এম্বুল্যান্স এ বসে থাকে। বিদেশগামী যাএীর ফ্লাইট মিছ হয়।ফেসিস্ট সরকারের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীগন দায়সারাভাবে টোল প্লাজায় টোল নিয়ে জনভোগান্তি সৃস্টি করে।টোল প্লাজার সমস্যার দ্রুত সমাধান করা দরকার না হয় দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভোগান্তির শেষ হবে না।
যেখানে অন্যায় সেখানে হোক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন। এই বিষয়ে আরও বিভিন্ন গাড়ির হয়রানির শিকার পথচারীদের বক্তব্য বলেন ফেসিস্ট খুনি হাসিনা সরকারে টোল প্লাজায় নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে পরিবর্তন করা দরকার যাদেরকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন তাদের হাতে হয়রানির শিকার হচ্ছে যাত্রীবাহী গাড়ির পথচারীরা আর এতে করে বদনামীর শিকার হচ্ছে সরকার। আর এতে করে লাভবান হচ্ছে পালিয়ে যাওয়া
খুনি হাসিনা সরকার ও আওয়ামী লীগ তাই এই বিষয়ে তদন্ত করে উপযুক্ত আইন আনুগ বেবস্থা নেওয়ার জন্য অন্তর্ভতি সরকারের ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারির একমাত্র নাম নাজমুল মোস্তফা আমিন বলে তৃণমূল নেতাকর্মী ও ছাত্র জনতা এই বিষয়ে মত প্রকাশ করেছেন।