স্বাধীন সংবাদ ডেস্ক:
ভোলার তজুমদ্দিনে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
তারা হলো, মিম আক্তার (১০), মারজিয়া আক্তার (৮) ও রাফিয়া আক্তার (৯)। মিম আক্তার ও মারজিয়া আক্তার জেলার বোহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মো. হোসেনের মেয়ে এবং রাফিয়া আক্তার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের মো. গোলাম মোর্শেদের মেয়ে।
মৃতের স্বজনরা জানান, মিম ও মারজিয়া মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের তিন শিশু বসতঘরের পাশে পুকুর গোসল করতে যান। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।