স্বাধীন বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম—একটি নাম, যাকে ঘিরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সাফল্যের এক দীর্ঘ অধ্যায় রচিত হয়েছে। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যাত্রা শুরু করেন তিনি। সেই এক দশকেরও বেশি সময় ধরে মিম জয় করে নিয়েছেন সিনেমা, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের জগৎ। পেশাগত জীবনে তিনি যেমন সফল, ব্যক্তিজীবনেও তেমনি পরিপূর্ণ একজন নারী—অভিনয়, সংসার আর নিজের ভ্রমণপ্রেম, সবকিছুকে সামঞ্জস্য রেখে চলেন নির্ভুলভাবে।
আজ (১০ নভেম্বর) এই তারকার জন্মদিন। প্রতি বছরই পরিবার ও কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেন মিম। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে জন্মদিনের আগে নিজেকে উপহার দিয়েছেন কিছু নির্ভেজাল সময়, প্রকৃতির সান্নিধ্যে।
রোববার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের নরম বালিতে রোদের আলো আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে যাচ্ছেন মিম। গোলাপি পোশাকে, খোলা চুলে, মুখে নির্মল হাসি—সব মিলিয়ে এক অন্যরকম আবহ। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ছবিগুলো তোলা হয়েছিল জন্মদিনের দুই দিন আগে কক্সবাজার ভ্রমণের সময়।
মিম লিখেছেন, “কক্সবাজারে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে মুক্তির মতো লাগে। সমুদ্রের বিশালতা আমাকে সবসময় নতুন করে বাঁচতে শেখায়।” তার এই ভ্রমণপ্রেমই তাকে দিয়েছে ‘ভ্রমণকন্যা’ উপাধি। কাজের ফাঁকেই সুযোগ পেলেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত মিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী সবসময় কাজের প্রতি নিষ্ঠা ও শৃঙ্খলার জন্য পরিচিত। তার সহকর্মী ও নির্মাতারা বলেন, মিম পেশাদারিত্বে অনন্য—সময়ে শুটিং স্পটে হাজির হন, চরিত্র নিয়ে নিজের মধ্যে কাজ করেন এবং কখনোই অহংকারের প্রদর্শন করেন না।
বড়পর্দায় সাম্প্রতিক সময়ে কিছুটা অনুপস্থিত থাকলেও বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফটোশুটে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। পাশাপাশি নিজেকে নতুন কিছু শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তিনি বিশ্বাস করেন, “একজন শিল্পীর শেখার শেষ নেই—প্রতিটি চরিত্র, প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু নতুন শেখা যায়।”
জন্মদিন উপলক্ষে মিমের ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখেছেন, “তুমি শুধু একজন অভিনেত্রী নও, তুমি অনুপ্রেরণা।” কেউবা মন্তব্য করেছেন, “ভ্রমণকন্যা, তোমার হাসি যেন সবসময় এমনই উজ্জ্বল থাকে।”
অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের মেলবন্ধনে আজও সমান জনপ্রিয় বিদ্যা সিনহা মিম। তার অনুরাগীদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও তিনি নতুন গল্পে, নতুন চরিত্রে ফিরে আসবেন আরও উজ্জ্বল হয়ে—যেমনটি তিনি প্রতিবারই করেছেন নিজের অনন্য অভিনয়গুণে।