মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
দৈনিক সংবাদ পত্রিকা ও ডিজিটাল মাল্টিমিডিয়া নিউজে “মদনপুর-মদনগঞ্জ সড়ক ১১ কিলোমিটারে হাজার কোটির ক্ষতি” শিরোনামে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়ক সংস্কারের জন্য সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু ও শেষ করার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান।
ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, “প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কার কাজের মাধ্যমে যাত্রী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। দ্রুত সময়ে সড়ক সংস্কার সম্পন্ন করতে আমরা সকল সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় বজায় রাখছি।”
সড়ক সংস্কার কাজ শুরু হলে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। চলাচলের সুবিধা বৃদ্ধি ও দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি পরিবহন ব্যয়ও কমবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।