ময়মনসিংহ গৌরীপুরে দুই সতীন এর ঝগড়া ফিরাতে গিয়ে ১ জন খুন থানার মামলা গ্রেফতার ১ 

মোশারফ হোসেন জসিম পাঠান  :

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের হাসন পুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়ার ২ স্ত্রীর ঝগড়া ফিরাতে গিয়ে ১ জন খুন, থানার মামলা গ্রেপ্তার ১ । সূত্রে জানা যায় হাসন পুর গ্রামের বাচ্চু মিয়া ২ টি বিবাহ করে। প্রথম স্ত্রী মোছাঃ পারভীন আক্তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ আন্না আক্তার । উভয়ের মধ্যে কিছুদিন পর পর বিভিন্ন বিষয় আদি নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। পরে গত ১৮/৮/২৫ ইং তারিখ সন্ধ্যা প্রায় ৭ টার দিকে দুই সতীন ঝগড়া জড়িয়ে পড়ে।

এ সময় বাচ্চু মিয়া লাঞ্ছিত হয় এবং ডাক চিৎকার শুনে পাড়ার লোকজন ও আত্মীয়-স্বজন সহ দ্রুত এগিয়ে এসে ঝগড়া নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় একই গ্রামের মৃত নূর ইসলাম এর ছেলে মোকশেদ আলীর উপর পূর্বের শত্রুতা জের ধরে পরিকল্পিত ভাবে দেশী অস্ত্র সস্ত্র নিয়ে আক্রমণ করে। আত্ম রক্ষার জন্য মজিবর এর উঠানে দৌড়ে চলে আসে এর পরেও হামলাকারী মোঃ বাচ্চু মিয়া গংদের হাত থেকে রক্ষা পায়নি মোকশেদ আলী। পরে রক্তাক্ত অবস্থায় হামলাকারীদের কবুল হতে মোকশেদকে উদ্ধার করে। দ্রুত অটোরিকশা ও সিএনজি যুগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানকার কর্মরত ডাক্তার মোকশেদ আলীর কে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে মোকশেদের মৃতদেহ সুরাতহাল রিপোর্ট তৈরি করে । পোষ্ট ম্যাডামের জন্য মর্গে প্রেরণ করেন। এই ঘটনার মৃতক মোকশেদ আলীর ভাই মোঃ মাসুম বাদী হয়ে গত ২০/৮/২৫ ইং তারিখে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বারেল করেন। প্রতিপক্ষ মোঃ আকাশ মিয়া সহ ৫ জন কে আসামি করে। পরে অভিযোগটি থানায় প্রাপ্ত হয়। যাহার গৌরীপুর থানা হত্যা মামলা নং ১০ উক্ত মামলার আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে হত্যা মামলার ৪ নং আসামি মোছাঃ পারভীন আক্তার হাইকোর্ট থেকে জামিনে এসে তার আত্মীয়-স্বজন ও বন্ধু মহল নিয়ে হত্যা মামলার বাদী ও তার পরিবারবর্গ লোকজনকে প্রাণনাশের হুমকি।বর্তমানে মৃতক এর পরিবারবর্গ লোকজন চরম নিরাপত্তা হীনতায় ভুগছে এবং বাদী পরিবার বর্গ কে বড় ধরনের মামলায় ফাঁসি দিবে বলেও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জেলার উর্দ্ধতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর সু দৃষ্টি ও পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার বর্গ। প্রকাশ থাকে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা… চলবে ভুক্তভোগী পরিবার বর্গ ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *