মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে কমিটির নতুন নেতাদের পুষ্প মাল্য পরিয়ে দিয়ে বরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা, সাংবাদিকদের কল্যাণ, পেশাগত সুরক্ষার করতে হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হাবিব দুলাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোশাররফ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা বক্তব্য রাখেন খাজা মহিবুল্লাহ শান্তপুরী, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি মো. আবদুল আহাদ নুর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম আলী হোসেন, সহ-সভাপতি মো. খোরশেদ আলম মিয়া, ইব্রাহিম খলিল, নজরুল বাঙালি প্রমুখ নেতৃবৃন্দ।

অভিষেক পর্বে নবনির্বাচিত সভাপতি এটিএম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক সালেহ আহমেদসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ সংগঠনকে একটি শক্তিশালী ও সক্রিয় সাংবাদিক কল্যাণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি৭১ ও ২৪ গণঅভ্যুত্থানের উপলক্ষে শহীদদের আত্মত্যাগ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *