– ফরাস উদ্দিন :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নে ২৯ মার্চ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের আয়োজন করা হয় মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বেকুইয়া বাজারে। বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি , ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আলফাজ মহালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মিডিয়া সেলের সিনিয়র সদস্য জনাবা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আহমুদুর রহমান আবদাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা ১০ নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন : সাইমুন হোসেন চৌধুরী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হবিগঞ্জ জেলা শাখা। সাইফুল আলম চৌধুরী সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাধবপুর উপজেলা শাখা, শফিকুল ইসলাম আবুল শাহজাহানপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক। কাউসার আহমেদ যুবদলের সাবেক সেক্রেটারি শাহজাহানপুর ইউনিয়ন শাখা , আব্দুর রউফ সাংগঠনিক সম্পাদক বিএনপি শাহজাহানপুর ইউনিয়ন, আব্দুর রশিদ মেম্বার সভাপতি বাঘসুরা ইউনিয়ন বিএনপি, এডভোকেট সাজিদুর রহমান সজল সেক্রেটারি বিএনপি বাঘাসুরা ইউনিয়ন, হারুনুর রশিদ সভাপতি জিয়া সংস্কৃতি সংগঠন মাধবপুর উপজেলা শাখা, খিজির খান বিএনপি যুবদলের যুগ্ম আহ্বায়ক শাজাহানপুর ইউনিয়ন , শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি, শাহজাহানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।
আলোচনা সভায় বিএনপি নেতারা দেশের গণতন্ত্র রক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। প্রধান অতিথি জনাবা শাম্মী আক্তার তার বক্তব্যে বলেন, “আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা ও দেশপ্রেমের মাধ্যমে যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তা অতুলনীয় এবং প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে, কারণ তাঁর নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে এক নতুন দিগন্তে প্রবেশ করেছিল।”
তিনি বিএনপির সকল নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনগুলোর উদ্দেশ্যে বলেন, “আমরা সবাই একত্রিত হয়ে দলের উন্নতির জন্য কাজ করতে হবে। একমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের বিজয় এনে দিতে পারে।”
শাম্মী আক্তার তার বক্তব্যে শেখ হাসিনার সরকারকে উদ্দেশ্য করে বলেন, “ফ্যাসিবাদী সরকার বর্তমানে পালিয়ে গেলেও তার অনুগতরা এখনও এদেশে গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং গণতন্ত্র রক্ষার জন্য একযোগে কাজ করতে হবে।”
এছাড়া, তিনি বলেন, “বিএনপি দল যদি আমাকে হবিগঞ্জ ৪ আসনের মনোনয়ন দেয়, তবে আমি মাধবপুর এবং চুনারঘাটবাসীর কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনাদের পাশে দাঁড়িয়ে এই অঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি তার বক্তব্যে জনগণের কল্যাণ ও দেশের ভবিষ্যত উন্নয়নে বিএনপির একটি দৃঢ় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কাউসার আহমেদ যুবদলের সাবেক সেক্রেটারি শাহজাহানপুর ইউনিয়ন শাখার নেতা জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন , শেখ হাসিনার দুসরদের শক্ত হাতে প্রতিহত করতে হবে এবং বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয় ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়, পাশাপাশি পবিত্র রমজান মাসের রহমত, মাগফেরাত ও নাজাতের বরকত কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।