উজ্জ্বল মিয়া :
মানব সেবাই আমাদের মুল লক্ষ্য টাঙ্গাইল হতদরিদ্র পরিবারের পাশে থাকার জন্য একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড এ.এম.এ.টি.এফ.টি টাঙ্গাইল নামে একটি ফান্ড খুলেছে ২৬ জন সিঙ্গাপুর প্রবাসী।
গত ০৬/১০/২০২৪ ইংরেজি তারিখ থেকে এই সংস্থাটি পথচলা শুরু করে ।
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: রকিবুল ইসলাম স্বাধীন সংবাদ কে বলে। আমরা সিঙ্গাপুর প্রবাসি ২৬ জন মিলে এই একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড অগঝঞঋঞ টাঙ্গাইল ২০২৪। শুরু করেছি শুধু অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দারাবো বলে। আমাদের এই ২৬ জন সদস্যের বেতন থেকে একটি অংশ হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে তাদের পাশে থাকতে চাই।
একতা মানব সেবা ট্রাস্ট ফান্ডের সভাপতি,মো: লিটন জানান এ খানে আমারা যারা আছি সারা মাস পরিশ্রম করে বেতন থেকে কিছু টাকা জমিয়ে আমরা এই কাজ গুলো করে থাকি। আমাদের সকল কার্যক্রম করা হয় সিঙ্গাপুর থেকে আর পরিচালনা করা হয় বাংলাদেশে আমাদের এইখানে সহযোগিতা করতেসে উপদেষ্টা রিপন ভাই এবং ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল ভাই এর ছেলে রিফাত । আমাদের এই গ্রুপ এর সকলের একটাই লক্ষ আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
উপদেষ্টা,নাছিমুজ্জামান রিপন, জানান ২৬ জন সিঙ্গাপুর প্রবাসি মিলে এই সংস্থাটি করা হয়েছে শুধু মাত্র অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দারিয়ে তাদের দুঃখ কষ্ট খানিকটা উন্মোচন করাই সংস্থাটির মূল লক্ষ্য,আমি বাংলাদেশ থেকে সংস্থাটি পরিচালনা করছি।
একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড টাঙ্গাইল ২০২৪ এর সদস্যরা হলেন,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: রকিবুল ইসলাম,অর্থ সম্পাদক, সজিব মিয়া,মহাসচিব, রমজান আলী খান, সভাপতি লিটন, উপদেষ্টা নড়ংং উপদেষ্টা নাছিমুজ্জামান রিপন, সহ সভাপতি ১/ এনামুল হক ২/এলিয়াস ৩/আলমগির ৪/রাজিব হোসেন সাধারণ সম্পাদক,রাফিক দেওয়ান,সহ সা: সম্পাদক ১/রোকন মিয়া ২/ শায়ালম মিয়া ৩/খালেক মিয়া ৪/ জনি মিয়া,সাংগঠনিক সম্পাদক, কামাল মোস্তফা,সহ সাংগঠনিক সম্পাদক ১/আকাশ মিয়া ২/শামীম আল মামুন ৩/ রাহিম,মোশাররফ মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক, বাবুল তালুকদার, হালিম ইবনে মাহমুদ,দপ্তর সম্পাদক, সুজন মিয়া, রফিক শিকদার, প্রচার সম্পাদক, শহিদুল্লা, সহ প্রচার সম্পাদক, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।