মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সুজন পেলেন আর্থিক সহায়তা

সীমান্ত দাস:

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সুজন পেলেন আর্থিক সহায়তা। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে আহত সুজনকে আর্থিক সহায়তা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এ বি এম আরিফুল ইসলাম।

তথ্য মতে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪/৮/ ২০২৪ উপজেলার সোহাগপুর হাইওয়ে থানার সামনে সে গুলিবিদ্ধ হই ও শরীরে প্রায় ২৫০ গুলি লাগে তারই পার্শ্ব প্রতিক্রিয়ায় গত ১/১/২০২৫ শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট সি এম এইচ হাসপাতালে ২৬ দিন ভর্তি থেকে চিকিৎসা নেয়ার পর বাড়িতে আসলে মির্জাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরকে নিয়ে সন্ধ্যা ৭ টার সময় তাদের বাড়িতে তাকে দেখতে যায় এবং আর্থিক সহায়তা প্রদান করে।

আহত সুজন হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের পিতা: মো. হাসান আলীর ছেলে (৩১)। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বিএ/ বি এস এস বিভাগের দ্বিতীয় বর্ষের একজন অধ্যায়নরত ছাত্র।

আহত সুজন বলেন, আর্থিক সহায়তা পেয়ে নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী সুজনকে সুচিকিৎসার জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *