মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ আসনে প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন।
এ সময় তিনি বাজারের দোকানি ও পথচারীদের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের কাছে বার্তা পৌঁছে দেন। তিনি ধানের শীষের পক্ষে ভোট কামনা করে বলেন, “সকলকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ধানের শীষের জন্য কাজ করতে হবে।”
এর আগে বিকাল ৪টায় পাতারহাট স্টিমারঘাট এলাকা থেকে স্পিডবোডযোগে উলানিয়া লঞ্চঘাট এলাকায় নামলে, সেখানে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের বহর নিয়ে তিনি গণসংযোগ শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মিল্টন চৌধুরী, বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আলীম চৌধুরী মিল্টন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি—এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।