স্টাফ রিপোর্টার:
চেয়ারম্যান আরইবি ঢাকা, বাংলাদেশ বরাবর লিখিত আবেদন করেছেন মো. বিল্লাল হোসেন, পিতাঃ আঃ হক সরকার। নম্বর ৯২২, মিটার নম্বর: ৪০৪১০০৪০৬৫৬। তিনি নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন।
বিল্লাল হোসেন বলেন ফেইসবুক এর মাধ্যম এবং বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছি যে, “মনোনয়নের মাধ্যমে আমাদের এলাকার নতুন এলাকা পরিচালক নির্বাচন করা হয়েছে”। আমি যতদুর জানি আমাদের এলাকা পরিচালক পদে বর্তমান পরিচালক আব্বাস আলীর মেয়াদ জানুয়ারী/২০২৫ইং মাসে শেষ হয়ে গিয়েছে।
আরইবি এর সিদ্ধান্তক্রমে নতুন এলাকা পরিচালক নির্বাচন আগামী ০১ (এক) বৎসরের জন্য স্থগিত করা হয়েছে। এ ক্ষেত্রে বর্তমান এলাকা পরিচালক আব্বাস আলী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তাহার দায়িত্ব পালন করবেন অথবা গাজীপুর এলাকা পরিচালক পদটি “শূণ্য” থাকবে। এটাই নিয়ম হওয়া উচিৎ বলে মনে করি কিন্তু তা না করে গোপনে মনোনয়নের মাধ্যমে এলাকা পরিচালক নির্বাচন সম্পন্ন হওয়ায় সত্যিই হতবাক হয়েছি।
তিনি আরো বলেন যে গোপনে নির্বাচিত এলাকা পরিচালক “জাহিদ হাসান নিপুন” পূর্ববর্তী এলাকা পরিচালক “আব্বাস আলী”র সন্তান। অর্থ্যাৎ পিতা—পুত্র বটে। জানুয়ারী/২০২৫ মেয়াদের এলাকা পরিচালক আব্বাস আলী একজন ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর একনিষ্ট কর্মী। তারই পুত্র জাহিদ হাসান নিপুনও ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর একজন সক্রিয় কর্মী।
ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন পরবর্তী বর্তমান সময়ের অর্থ্যাৎ বৈষম্য বিরোধী প্রেক্ষাপটে পুনরায় অসাধু কর্মকতার্দের সহায়তায় পলিস্ন বিদ্যুৎ সমিতিতে আওয়ামী দোষরদের পুর্নবাসন ছাড়া আর কিছু ভাবা যায় কি? তিনি দু:খ প্রকাশ করে বলেন তাহলে কি লাভ হলো হাজার হাজার ছাত্র জনতা ও সাধারন মানুষের প্রাণ বিষর্জন দিয়ে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দনা, গাজীপুর এলাকায় এলাকা পরিচালক পদে নির্বাচিত বা মনোনয়ন পাবার মত আরও অনেক যোগ্য প্রার্থী ছিল। কিন্তু কোনো রহস্য জনক কারনে এই অফিস কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময় আওয়ামীলীগের দোসর আব্বাস আলীর ছেলে নিপুনকে এই পদে বসিয়েছেন।
এলাকাবাসীর প্রশ্ন তাহলে কি প্রসাশনে এখনো আওয়ামীলীগের দোসররা দাপট দেখাচ্ছে? এ বিষয় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দনা, গাজীপুর এর জিএম বলেন আমি এ বিষয় তেমন কিছু জানি না, তাছাড়া পুলিশ রিপোর্ট এর মাধ্যমে জাহিদ হাসান নিপুনকে পরিচালক নির্বাচন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সদস্যরা বলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এখনো নিয়ন্ত্রন করছেন আওয়ামীলীগের দোসররা। এই প্রতিষ্ঠান থেকে আওয়ামীলীগের দোসরদের সরাতে না এক সময় পারলে গাজীপুর দখল করে ফেলবে তারা।