মৌমিতা বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জে মৌমিতা পরিবহনের একটি যাত্রী-বাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই ব্যাটারিচালিত অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পাশাপাশি রাস্তা অবরোধ করে ওই বাসে আগুন ধরিয়ে দেয়।
সোমবার {৬ অক্টোবর} দুপুর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড়ের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহত দুই অটো রিকশাচালক আনিসুর রহমান {৩৮} মুন্সীগঞ্জের বসতগাও এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ও রানা বাবু (৪০) জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার সম তমিজউদদীন প্রামাণিকের ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে থেমে থাকা দুই অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে একজন পথচারী নিহত হন। এছাড়া আনিসুর রহমান ও রানা বাবু নামের দুই অটোরিকশাচালক গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে গণধোলাই ফি দেয়। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত এন হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। আহত হাইওয়ে পুলিশ নিরলশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *