নিজস্ব প্রতিবেদক :
যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহের সময় দুবৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি গুরুতর জখম হন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব খান সরকার নিয়মিত সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে মারাত্মকভাবে আহত করে।
সাংবাদিক মহল মনে করছে, এই হামলা কোনো ব্যক্তিগত বিরোধ নয়; বরং পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও দমন করারই চেষ্টা। এর ফলে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ছে।
সাংবাদিক সংগঠনগুলো ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের হামলা অব্যাহত থাকলে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন না।
স্থানীয়দের দাবি, গণমাধ্যমের ওপর হামলাকারীদের আইনের কঠোর শাস্তির আওতায় আনা হলে কেবল সাংবাদিক নয়, পুরো সমাজই অপরাধীদের হাত থেকে সুরক্ষা পাবে।