যুক্তরাষ্ট্র থেকে পিস অ্যাম্বাসেডর স্বীকৃতি পেল আরাফাত হোসেন

স্টাফ রিপোর্টার :

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড সিটিজেন পিস সংস্থা থেকে “পিস অ্যাম্বাসেডর” হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি সমাজকর্মী মো. আরাফাত হোসেন। তিনি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার।

শান্তি প্রতিষ্ঠার জন্য নিবেদিত উদ্দেশ্য, প্রতিশ্রুতি এবং কর্মের স্বীকৃতিস্বরূপ ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আরাফাতকে সম্প্রতি পিস অ্যাম্বাসেডর সম্মাননা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড সিটিজেন পিস একটি ৫০১(সি)(৩) অলাভজনক নসংস্থা। যা ১৯৭২ সালে মিনেসোটা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। পিস মানুষকে ন্যায় ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে ক্ষমতায়ন করতে নিবেদিত। এই সংস্থাটি তরুণদের এবং অন্যদের শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের জন্য উৎসাহিত করে এবং তাদের “পাঁচটি শান্তি কার্যক্রম” এর মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে।

সংস্থার প্রধান তিনটি কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: শান্তি স্থান স্থাপন, শান্তি শিক্ষা প্রদান এবং শান্তি দূত তৈরি করা। তাদের “পাঁচটি শান্তি কার্যক্রম” এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শান্তি দূত হওয়ার জন্য একটি কর্মসূচি রয়েছে। যেগুলো হলো: নিজের ও অন্যের মনে শান্তি খোঁজা, মানুষের সেবায় এগিয়ে আসা, পরিবেশের সুরক্ষা করা, বৈচিত্র্যকে সম্মান করা এবং বিশ্বের দায়িত্বশীল নাগরিক হওয়া।

এই সংস্থাটি অনুদান এবং তহবিল সংগ্রহের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং বিশ্বজুড়ে তাদের শান্তি দূতদের মাধ্যমে তারা একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে।

উল্লেখ, আরাফাত মতিঝিল কলোনী উচ্চ বিদ‍্যালয়ে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি ও ব‍্যাচেলর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ‍্যালয় অধীনে মাস্টার্স ডিগ্রি পাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *