স্বাধীন সংবাদ ডেস্ক:
“যেকোনো মূল্যে শিশু কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে” – এমনটাই বলেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, সরকার বিপদগ্রস্ত ও অবহেলিত শিশুকন্যাদের কাছে দ্রুততম সময়ে পৌঁছানোর জন্য পদক্ষেপ গ্রহণ করছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর দোয়েল চত্বরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে উপস্থিত থেকে তিনি এ কথা জানান। র্যালির পর শিশু একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায়ও তিনি পুনর্বার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “সরকার চেষ্টা করছে যাতে তৃণমূল পর্যায়ের কন্যা শিশুরাও নিরাপদে সরকারি সহায়তা পেতে পারে। ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কাজ শুরু হয়েছে।”
তিনি আরও জানান, কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে শিশুকন্যাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যেই মন্ত্রণালয় একটি বিশেষ বারকোড সিস্টেম চালু করেছে, যাতে শিশুকন্যারা সরাসরি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাদের সমস্যা সমাধান দ্রুত সম্ভব হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“যখন মেয়েরা মাথা উচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উচু করে দাঁড়াতে পারে।” এটি কন্যা শিশুদের ক্ষমতায়ন এবং সমাজে তাদের অবস্থান শক্তিশালী করার বার্তা বহন করছে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “শিশুকন্যাদের প্রতি আমাদের দায়িত্ব শুধু আইনগত নয়, সামাজিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি কন্যা শিশু যাতে নিরাপদ, সুরক্ষিত এবং স্বাবলম্বী হয়ে বেড়ে উঠতে পারে, সেই উদ্যোগ নিয়েছে সরকার।”
র্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিশু অধিকার সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নাগরিক ও শিক্ষক উপস্থিত ছিলেন। তারা কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার সুযোগ এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন।