নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকার ১/১২/১ নম্বর সবুজ বিদ্যাপীঠ স্কুলের পিছনের গলি নির্মাণাধীন ‘শরীফ টাওয়ার’-এ রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবনটির উচ্চতা, সড়কের দিকে খোলা স্থান এবং নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা মানা হচ্ছে না। ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে দ্রুতগতিতে বহুতল ভিত্তিক এই ভবনের নির্মাণকাজ চলছে। তবে সাইটটিতে কোনো অনুমোদিত নকশার কপি বা প্রয়োজনীয় নথি টাঙানো নেই। ভবন নির্মাণের শব্দদূষণ, ভারী যন্ত্রপাতি ব্যবহারে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশপাশের বাড়িগুলোর ভিত্তি ঝুঁকির মুখে পড়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, এটি স্পষ্টতই রাজউকের নকশা বহির্ভূত। তারা কোন নিয়ম মানছে না। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।
ঘটনা সম্পর্কে জানতে ভবনের নির্মাণকারীদের দায়িত্বশীল ব্যক্তি মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন, আপনার সাথে দেখা করব।” তবে নকশা অনুমোদন ও অনিয়মের বিষয়টি তিনি স্বীকার কিংবা অস্বীকার কোনোটি করেননি।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজের বিষয়ে বারবার কথা বললেও তারা কোনো সদুত্তর পাননি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে এবং নকশা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আইন অনুযায়ী, রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন, সড়ক ও পাশের ভবন থেকে নিরাপদ দূরত্ব, ভূমিকম্প সহনশীল নকশা ও অন্যান্য নিরাপত্তা মেনে চলা বাধ্যতামূলক। এসব লঙ্ঘন করলে জরিমানা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া বা ভবন ভেঙে ফেলার মতো পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ এ নির্মাণ দ্রুত বন্ধ করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক—যাতে ভবিষ্যতে কেউ আর আইন অমান্য করে জনসুরক্ষার ঝুঁকি তৈরি করতে না পারে।