রাজধানীতে ধাওয়া করে ছিনতাইকারী ধরলেন সার্জেন্ট তানজিদ মারুফ

বাহাউদ্দীন তালুকদার:

রাজধানীর মিরপুর গাবতলী মাজার রোড মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেছেন ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের সার্জেন্ট মো. তানজিদ মারুফ।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে ট্রাফিক মিরপুর বিভাগের মাজার রোড মোড় থেকে রুবেল নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে মিরপুর ট্রাফিক বিভাগের দারুসসালাম জোনের মাজার রোড মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট তানজিদ মারুফ। বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে এক কিশোরী সাভারের হেমায়েতপুর যাচ্ছিলেন। এ সময় কিশোরীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে রুবেল নামে এক পেশাদার ছিনতাইকারী।

বিষয়টি দেখে সার্জেন্ট তানজিদ মারুফ ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে ধরে দারুসসালাম থানার এএসআই আল হাসানের কাছে সোপর্দ করেন। পরে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ভুক্তভোগী বাসযাত্রী রুপার কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইকারী রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানতে চাইলে সার্জেন্ট মো. তানজিদ মারুফ বলেন,
“দায়িত্ববোধ থেকেই ঝাঁপিয়ে পড়েছিলাম ওই ছিনতাইকারীর ওপর। এর বেশি কিছু না। ভুক্তভোগী বাসযাত্রীকে ছিনতাই হওয়া তার ফোনটি ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *